UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্য যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে আহত

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ার ধুনটে দুর্বৃত্তরা সদর ইউনিয়নের সদস্য ও যুবলীগ নেতা সুলতান মাহমুদকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার বিকালে ধুনট বাজারের ফলপট্টি এলাকায় প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে জরুরি কাজের কথা বলে তাকে দেখা করতে বলেন। এর পর তিনি ধুনট বাজারের ফলপট্টি এলাকায় যান। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে প্রকাশ্য রাস্তার ওপর মারপিট করতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলা প্রসঙ্গে সুলতান মাহমুদ বলেন, রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত পূর্বের মতবিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

ঊষার আলো-এসএ