UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুধবার থেকে পুনরায় চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

ঊষার আলো
আগস্ট ১০, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল (বুধবার) থেকে চালু হচ্ছে। ভ্রমণ ভিসা ছাড়া সব রকমের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, লকডাউন বা বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব ধরনের আবেদন গ্রহণ করা হবে। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য আবেদনকারীদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকারের লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে সকল ভারতীয় ভিসা সেন্টারে আবেদন বন্ধের ঘোষণা করা হয়। প্রায় ১ মাস ১০ দিন পর আবারও ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে।

(ঊষার আলো-আরএম)