UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পা হারালো বৃদ্ধ

ঊষার আলো
মে ২০, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার খোকসার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ আহত হয়েছে। আহত মোঃ মোকসেদ আলী জোয়ার্দ্দার (৭০) জেলার মির্জাপুরের মৃত জোনাব আলীর পুত্র।
বৃহস্পতিবার (২০ মে) বিকাল পৌনে ছয়টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা অনন্যা ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হবার সময় কুষ্টিয়া হতে আসা একটি ট্রাক তার ডান পায়ের উপর দিয়ে চলে যায় এবং পা ভেঙে যায়।
স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে অনলে জরিপ বিভাগের কর্তব্যরত ডাক্তার কানিজ ফাতেমা রুগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ট্রাক বা ট্রাকচালক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

(ঊষার আলো-এমএনএস)