UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে বুধবার (৪আগস্ট) প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, মল্লিক সুধাংশু ও শেখ দিদারুল আলম,  কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম প্রমুখ।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, মোঃ মোজাম্মেল হক হাওলাদার ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, এইচ এম আলাউদ্দিন, ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল কুমার দাস, এম এ হাসান, বাপ্পী খান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আব নুরাইন খোন্দকার, শেখ শামসুদ্দীন দোহা, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম ফরিদ রানা, মোঃ নূর ইসলাম (রকি), শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন, আশাফুর রহমান কাজল, শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, কাজী ফজলে রাব্বী শান্ত, মিনা অছিকুর রহমান দোলন, তিতাস চক্রবর্তী, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে, মতবিনিময় সভার শুরুতে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। (খবর বিজ্ঞপ্তি)

(ঊষার আলো-আরএম)