UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গল টেস্টে মুশফিক-শান্তর যে কীর্তি আগে কখনো দেখেনি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
জুন ২২, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান এসেছে তার ব্যাটে। তবে গল টেস্টে আরও একটি প্রথমের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো জুটি টেস্টের দুই ইনিংসেই শতরানের জুটি গড়েছে। মুশফিকুর রহিম এবং শান্ত দুই ইনিংসেই চতুর্থ উইকেটে নিজেদের জুটিকে নিয়ে গেছেন তিন অঙ্কে। এর মধ্যে প্রথম ইনিংসে তাদের জুটিতে আসে ২৬৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান পর্যন্ত পৌঁছায় তাদের জুটি।

টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি জুটি আছে ১০৬টি। এক ম্যাচে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি জুটিও কম দেখেনি বাংলাদেশ। এবার গল টেস্টেই তিনটি সেঞ্চুরি জুটি ছিল বাংলাদেশের। মুশফিক-নাজমুলের দুটি ও প্রথম ইনিংসে মুশফিক-লিটনের। সব মিলিয়ে ছয়টি টেস্টে বাংলাদেশের তিনটি করে সেঞ্চুরি জুটি আছে। তবে মুশফিক-নাজমুলের মতো এক ম্যাচে আর কোনো জুটি দুবার ১০০ ছুঁতে পারেননি।

টেস্টে জুটিতে জোড়া সেঞ্চুরির প্রথম কীর্তি দেখা যায় ১৯২৪ সালে। সেবার ইংল্যান্ডের জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১০ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে।

ইতিহাসে মাত্র দুটি জুটি দুবার জুটিতে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন। প্রথম জুটিটি লেন হাটন ও সিরিল ওয়াশব্রুকের। ১৯৪৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি জুটি গড়ার পর ১৯৪৮ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই কীর্তির পুনরাবৃত্তি করেন দুজন।

দ্বিতীয় জুটিটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসের। ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও দুই বছর পর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ঊষার আলো-এসএ