UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গানের ভিউ বিশ্বের জনসংখ্যার চেয়েও বেশি

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের স্বল্প দৈর্ঘ্য একটি গানই মাতিয়ে তুলেছে গোটা বিশ্বকে। ইতোমধ্যে সারা বিশ্বের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে শিশুতোষ এই ছড়াগানের ভিউ।
‘বেবি শার্ক নামের এই ছড়াগানটি প্রায় অর্থহীন বলেই মনে হয়। অথচ এই গানই পাল্লা দিয়েছে পৃথিবীর নামীদামি শিল্পী, মিউজিক কম্পোজার, কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে।
গত বছর নভেম্বর মাসে ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বেবি শার্ক’। ২০২১ সালের মাঝামাঝি সময়ে এসে গানটির ‘ভিউ’ দাঁড়িয়েছে প্রায় ৮৭০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার চেয়েও বেশি। ‘ভিউ’–এর বিচারে দ্বিতীয় অবস্থানে আছে লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির গান-দেসপাসিতো (৭৩০ কোটি)।
(ঊষার আলো-এমএনএস)