UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শেষ করার তাগিদ সিটি মেয়রের

koushikkln
ডিসেম্বর ১৯, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চলতি শুষ্ক মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পূর্ত বিভাগের প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।

সিটি মেয়র বলেন, বর্ষা মৌসুমে উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে বিধায় উন্নয়ন কাজ বাস্তবায়নে কিছুটা ধীরগতি থাকে। ফলে শুষ্ক মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে। তিনি কাজের গুণগত মানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা এবং সিডিউলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিটি মেয়র বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত টেন্ডার আহবান, ইতোমধ্যে টেন্ডার আহবানকৃত সড়কসমূহ কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন। এছাড়া যে সকল উন্নয়ন প্রকল্পে টেন্ডার আহবানের ক্ষেত্রে প্রতিকূলতা রয়েছে, সোমবার থেকে সরেজমিন পরিদর্শনপূর্বক তা নিরসনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান ও শেখ মো: মাসুদ করিমসহ উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন।