UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফেসবুক লাইভে এসে সাহায‌্য চাইলেন চিত্রনায়িকা পরীমনি। কে বা কারা তার বাসায় ঢুকতে চাইছেন তা নিশ্চিত না তিনি।

আজ বুধবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে পরীমনির বাসার কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখা যায়। র‌্যাবের কয়েকজন সদস‌্য তার বাসার সামনে দাড়িয়েছিলেন। এবং এখন তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। বনানীর বাসার গেটে র‌্যাবের একজন সদস‌্য উপস্থিত সাংবাদিকদের এ অভিযানের তথ‌্য নিশ্চিত করেন।

তার আগে বিকেলে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘সাদা পোশাকের বেশ কয়েকজন ব‌্যক্তি প্রথমে আমাদের বাসার প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকতে চান। তারা কারা জানতে চাইলে জানান, ‘আমরা পুলিশ।’তারা পরে গেট ভেঙে ভেতরে ঢুকে আমার ফ্ল‌্যাটের সামনে এসে দরজা খুলতে বলে। ভয় পেয়ে বনানী থানায় ফোন করেছি তবে থানা থেকে কেউ এখনো আসেননি। আমার জীবন নিয়ে আমি খুবই শঙ্কিত।’

(ঊষার আলো-এফএসপি)