UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
জুন ২২, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

শনিবার বিকালে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, রাজনৈতিক মামলায় গ্রেফতার ওই ব্যক্তিকে ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবের বিরুদ্ধে সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানা পুলিশ খবর পেয়ে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

ঊষার আলো-এসএ