UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ক্রিকেট টিম নিউজিল্যান্ড

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২১ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দরে ইমিগ্রিশনের প্রক্রিয়া সেরে সফরকারী ক্রিকেটাররা চলে যান সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এদিন হোটেলে উঠবেন। তাদেরও ৩ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথমদিনেই করা হবে করোনা পরীক্ষা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে পরিবারের সাথে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের ২ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। আজ(মঙ্গলবার) থেকে তারা হোটেলে কোয়ারেন্টিন শুরু করবেন। হোটেল কোয়ারেন্টিনে থাকবেন ৫০ জন।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচ  বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

(ঊষার আলো-আরএম)