UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মো. হাইরাজ মাঝি, তালতলী
আগস্ট ২৫, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ডিবি পুলিশের অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বৃহস্পতিবার দুপুর ২.৩০মি: উপজেলার ৩ নং করাইবারি ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী গ্রাম থেকে
রাকিবুল জোমাদ্দার(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত রাকিবুল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত আজিজ জমাদারের পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশির আলমের নেতৃত্বে এস আই জ্ঞান কুমার দাস ও এ এস আই রুবেল হাওলাদার সঙ্গীও ফোর্স নিয়ে বিশেষ এ অভিযান পরিচালিত করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে। পরিবারে ইউনিয়নের ঝারা খালি ৯ নং ওয়ার্ডের নাসির মোল্লার পারিবারিক কবরস্থানের সামনে থেকে ২২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তালতলী থানা পুলিশের কাছে ওর মাদক ব্যবসায়িকের সাপোর্দ করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে অভিযান নিয়মিত পরিচালিত হবে। এবং সেই সাথে মাদকের তথ্য দিয়ে ডিবি পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।