UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিঘীর সিনেমার ট্রেলারে সমালোচনার ঝর কমেন্টবক্সে

ঊষার আলো
মার্চ ৬, ২০২১ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নিয়ে অনেক আশা ছিল কলাকুশলীদের মনে। পরিচালক এটিও আশা ছিল, তুমি আছো তুমি নেই হবে তার সফল সিনেমা। তবে ট্রেলার ও পোস্টার প্রকাশের পর এসব বক্তব্যের সঙ্গে কোনো মিলই পাওয়া যাচ্ছে না।
জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে তেমন কোনো ইতিবাচক কমেন্ট পড়ে নাই। দর্শকরা উল্টো সমালোচনায় ভরে তুলেছেন কমেন্টবক্স।
মাত্র ১ ব্যক্তি কমেন্ট করেছে, তোমাদের লজ্জা থাকা দরকার। এইসব বস্তাপচা মুভি বানিয়ে ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছো। আরেকজন লিখেছেন, এইটা কোনো মুভির ট্রেলার হলো! মাননীয় পরিচালক আমার এমবি ফেরত চাই।
একজন লিখেছেন, ৯০ দশকের যাত্রাপালা এর থেকেও ভাল ছিল। ধিক্কার জানাই তাদের যারা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করছে।
ছবিটি নিয়ে সবচেয়ে হতাশ হয়েছে দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা দীঘিকে নিয়ে যতটা আশা করেছিল ট্রেলার দেখে ততটাই দীঘির ওপর হতাশ হয়েছে দর্শক।
ঢাকার সিনেমার নামকরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ কথা নিঃসন্দেহে সত্য অনেক হিট ও ব্যবসাসফল ছবির নির্মাতা। এই ঝন্টু নির্মাণ করেছে ‘তুমি আছো তুমি নেই’, যেখানে প্রথমবার নায়িকা হয়ে অভিনয় জগতে আসছে দীঘি।

 

 

 

 

(ঊষার আলো-এম.এইচ)