UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীপিকা-আলিয়াকেও পেছনে ফেলল তৃপ্তি দিমরি

ঊষার আলো
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তি পাওয়া বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। এরপর ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নেও নজর কাড়েন তিনি। এক পর্যায়ে ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে যান অভিনেত্রী। এবার তৃপ্তির মাথায় জায়গা পেল এক নতুন মুকুট!

২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা দিয়েছে আইএমডিবি। তথ্য অনুযায়ী, দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পেছনে ফেলে জনপ্রিয়তার সর্বোচ্চ অবস্থানে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

আইএমডিবি আরও জানিয়েছে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ বছর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। এছাড়াও ‘লেডি সিংহম’ হিসেবেও নিজের জায়গা ধরে নেন তিনি।

এ ছাড়াও আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন ঈশান খাট্টার। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরে তার কোনো ছবি মুক্তি না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন বলিউড কিং।

এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে রয়েছেব তিনি।

শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

ঊষার আলো-এসএ