UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ঊষার আলো
জুন ১, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে বাশেঁর তৈরী টাওয়ারে উঠে খেলা গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তানভির হোসেন (১০) নামের চতুর্থ শ্রেনীর একজন ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় রামপাল উপজেলার কন্যাডুবি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত তানভির হোসেন কন্যাডুবি গ্রামের নজরুল ইসলাম শেখের ছেলে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার মঙ্গলবার সকালে জানান, নিহত তানভিরের বাড়ির পাশে এক সাথে অনেকগুলো বাশ পুতে রাখাছিল। পুতে রাখা বাশের মাথায় উঠে স্থানীয় কয়েকজন শিশু কিশোর গল্প করছিল। এ সময় পাশের পল্লী বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয় তানভির। এতে তানভিরের হাতসহ শরীরের বেশকিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলেই তানভির মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানভিরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। রামপাল থানার ওসি মোঃ শামসু উদ্দিন বলেন, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরিবারের কোন অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেণ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন তৈরির সময় কন্যাডুবি গ্রামে বেশকিছু বাশ দিয়ে অস্থায়ী টাওয়ার নির্মান করা হয়েছিল। ওই টাওয়ারের উপর উঠে গল্প করছিল কিছু শিশু-কিশোর। এসময় তানভির বিদ্যুতায়িত হলে, অন্য বন্ধুরা পালিয়ে যায়।

(ঊষার আলো-আরএম)