UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ঊষার আলো
মে ২৬, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট। সোমবার (২৪ মে) সকালে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় কিছু সময়ের জন্য আর্নল্টের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৬৩০ কোটি ডলার। এ সময় দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ছিল ১৮ হাজার ৬০০ কোটি ডলার।
যদিও এক ঘণ্টা পর জেফ বেজোসের সম্পদ বার্নার্ড আর্নল্টের চেয়ে বেড়ে যায়। এদিকে, মঙ্গলবার (২৫ মে) দিন শেষে বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ছিল ১৮ হাজার ৭৬০ কোটি ডলার এবং জেফ বেজোসের ১৮ হাজার ৮২০ কোটি ডলার।
ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড লুইস ভিট্টন, মোয়েট, হেননেসে, ফেন্ডি, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচি তারই কোম্পানি।
করোনাভাইরাসের মহামারি সত্ত্বেও আর্নল্টের সম্পদের পরিমাণ গত বছর মার্চ থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)