UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে এবার তিনগুণ ক্ষমতাসম্পন্ন করোনার নতুন ধরন শনাক্ত

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে ডাবল মিউটেশনের পর এবার মিলল ট্রিপল মিউটেশনের করোনা ভাইরাস (কোভিড-১৯) যা সাধারণ ভাইরাসের থেকে তিনগুণ ক্ষমতাসম্পন্ন। ভারতের নয়াদিল্লি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নমুনায় এ ধরণ শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, আগের চেয়ে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩ লক্ষেরও বেশি আক্রান্ত সনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ১০২ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বড় ছেলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনান, বিশ্বজুড়ে গেল এক সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ লক্ষ মানুষ। একই সঙ্গে রেকর্ড হারে বেড়েছে মৃত্যু সংখ্যা।

সংস্থাটি আরও জানায়, মৃত্যুর প্রথম ১০ লক্ষ ছাড়াতে সময় লেগেছিল প্রায় ৯ মাস। তবে পরের ২০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে মাত্র ৩ মাসের মধ্যে।

(ঊষার আলো-এফএসপি)