UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জিতেতে যে একাদশ মাঠে নামাচ্ছে বাংলাদেশ

ঊষার আলো
নভেম্বর ১১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনালে’। সিরিজ নির্ধারণী এই ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল ৪টায়। যেখানে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্বাভাবিকভাবেই তাই একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সেরা পারফর্মার শান্তকে। তার পরবর্তী এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাহলে শান্তর জায়গায় মাঠে দেখা যাবে কাকে।

শান্তর আগে চোট পেয়ে সিরিজ শেষ হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। যার পরিবর্তে দ্বিতীয় ম্যাচে অভিষেক করানো হয়েছে জাকের আলিকে। এখন নতুন করে শান্তর বিকল্পও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য এক্ষেত্রে ব্যাটার পরিবর্তের খুব বেশি অপশন নেই বাংলাদেশের হাতে। স্কোয়াডে ব্যাটার হিসেবে আছেন কেবল জাকির হাসান। শান্তর পরিবর্তে ব্যাটার হিসেবে তাকেই দেখা যেতে পারে এ ম্যাচে।

এছাড়াও একাদশে পরিবর্তন আসতে পারে। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজের তিন জনের এক জনের জায়গায় এ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে পেসার নাহিদ রানাকে। তবে এক্ষেত্রে শরিফুলের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কেননা, এই সিরিজে এখনও খুব একটা দাপট দেখাতে পারেননি এই পেসার।

সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

ঊষার আলো-এসএ