UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে

ঊষার আলো
মে ৩, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দোকানপাট ও শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিং মল সব বন্ধ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৩ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সচিব বলেন, মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাব। আজ হতেই পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশন মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া ঘুরলে প্রয়োজন হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

তাছাড়া ঈদের ছুটি আগের মতো ৩ দিনই থাকবে বলে জানান তিনি। এদিকে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলতে পারবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় অর্থাৎ দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধই থাকবে। এছাড়া লঞ্চ বা ট্রেন চলাচল সব বন্ধ থাকবে।

(ঊষার আলো-এফএসপি)