UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১১তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ উপহার ধোনির

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির বিয়ের ১১ বছর কেটে গেল। রবিবার বিবাহবার্ষিকীতে শুভেচ্ছার বন্যায় ভাসলেন সাবেক ভারত অধিনায়ক। তবে একই সঙ্গে এই বিশেষ দিনে স্ত্রী সাক্ষীকে উপহার দিতেও ভুলে যায়নি ধোনি। সাক্ষী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে সেকথা জানিয়েছে। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে হাল-ফ্যাশনের দামী উপহার দিতে দেখা যায় বহু তারকাকেই। কিন্তু ধোনি সেই রাস্তায় হাঁটলেন না। নিজেদের ১১ তম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাক্ষীকে গাড়ি উপহার দিয়েছেন বটে, তবে সেটা বিলাসবহুল আধুনিক গাড়ি নয়। বরং বহু পুরনো মডেলের একটি গাড়ি, যা বর্তমান সময়ে দেখা যায় না বললেই চলে। এমন উপহার পেয়ে খুশি ধোনির স্ত্রী সাক্ষীও।
নিজেই উপহারের কথা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সাক্ষী। সেই সুবাদেই ধোনির এমন উপহারের কথা জানতে পারলেন তার ভক্তরা। ইনস্টাগ্রামে একটি ‘ভিন্টেজ কার’ এর ছবি পোস্ট করে সাক্ষী। ক্যাপশনে লিখেন, ‘বিবাহবার্ষিকীর উপহারের জন্য ধন্যবাদ।’

(ঊষার আলো- এম.এইচ