UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঊষার আলো
জুন ২৩, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গ্যাস পাইপ লাইনে জরুরি কাজের জন্য আজ (২৩ জুন) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত কালিয়াকৈর থেকে কোনাবাড়ী ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার দুই পাশে ৮ ইঞ্চি ও ১০ ইঞ্চি এবং ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্প চাপ বিরাজ করতে পারে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ঊষার আলো-এসএ