UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগান সংকট মোকাবিলায় ৬শ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তান সংকট মোকাবিলায় ৬শ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা চেয়েছে জাতিসংঘ। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ১১৪ কোটি টাকার সমান। এ উপলক্ষে জেনেভায় আজ (১৩ সেপ্টেম্বর) একটি কনফারেন্সের আয়োজন করেছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তানে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতার কেন্দ্রে আসার আগে থেকে দেশটির অর্ধেক জনগোষ্ঠী এক কোটি ৮০ লাখ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।

গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ নিজ কর্মচারীদের বেতন দিতে পারছে না । আফগান সংকট এড়াতে জাতিসংঘ ৬০৬ মিলিয়ন মার্কিন ডলার চায়। এর এক-তৃতীয়াংশ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ব্যয় করা হবে। গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসে করা সমীক্ষায় সংস্থাটি দেখতে পায়, ৯৩ শতাংশ আফগান নাগরিক খাবার পাচ্ছেন না।  যাদের মধ্যে অধিকাংশ মানুষই টাকা হাতে না থাকায় খাবার কিনতে পারছেন না।

 

(ঊষার আলো-আরএম)