UsharAlo logo
সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার মতো ‘সৎ মানুষ’ দুটো খুঁজে পাওয়া যাবে না: চাহাল

ক্রীড়া ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সময়ের ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল বিচ্ছেদ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তার ব্যক্তিগত জীবন যেন খোলাখাতা। এত বিতর্ক, এত আলোচনায় মানসিকভাবে তিনি ক্লান্ত। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাকে ‘প্রতারক’ –এর তকমাও দেওয়া হয়েছিল, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি।

সম্প্রতি একটি পডকাস্টে ক্রিকেট তারকা চাহাল বলেন, আমি কোনো দিন স্ত্রীর সঙ্গে কোনো অন্যায় করিনি। কিন্তু বিচ্ছেদের পর আমায় প্রতারক হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমার মতো সৎমানুষ দুটো খুঁজে পাওয়া যাবে না।

চাহাল বলেন, নানা মানুষের নেতিবাচক মন্তব্য শুনে নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল তার। সবটা না জেনে চূড়ান্ত কিছু ভেবে নেওয়ার যে প্রবণতা মানুষের, সেটি তাকে খুবই কষ্ট দিয়েছে বলে জানান এ ক্রিকেটার।

তিনি আরও বলেন,  প্রায় চার ও পাঁচ মাস আমার ওপর দিয়ে যা গেছে তা আমিই জানি। আচমকা উদ্বেগ হতো। নিজেকে বন্দি করে রাখতাম। মনে হতো নিজেকে শেষ করে দিই। তবে অবসাদ কাটিয়ে তিনি আবারও চেনাছন্দে ফিরেছেন।

ঊষার আলো-এসএ