UsharAlo logo
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ড সফরে ভারতের অনন্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডে চলতি সফরে অনন্য এক রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্সে বাউন্ডারির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই মিলে ৪৭০টি বাউন্ডারি হাঁকান।

ইংল্যান্ডে এবারের সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেন তরুণ ওপেনার শুভমান গিল। অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় অধিনায়কের দায়িত্ব আসে শুবমান গিলের কাঁধে।

শুবমান গিল অধিনায়ক হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিদেশের মাঠে রেকর্ড ৭৫৪ রান করেন তিনি। এই সফরে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হলো ২৬৯ রান। সফরে তিনি ৮৫টি চার আর ১২টি ছক্কা হাঁকান।

গত বছর ইংল্যান্ড সফরে ৯৬টি বাউন্ডারি হাঁকান ভারতীয় তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল। সেই সফরে তিনি ৬৮টি চার আর ২৬টি ছক্কা হাঁকান।

২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ৮৫টি বাউন্ডারি হাঁকান ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ।২০০২ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ৮৫টি বাউন্ডারি হাঁকান।

ঊষার আলো-এসএ