UsharAlo logo
বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের দক্ষিণ উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তোর এসোয়েভ জানান, ১৫৪ জন ইথিওপীয় অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি এডেন উপসাগরে আবইয়ান প্রদেশের উপকূলীয় অংশে ডুবে যায়।

এসোয়েভ আরও বলেন, খানফার জেলার উপকূলে ৫৪ জন অভিবাসীর লাশ ভেসে আসে। অপর ১৪ জনের লাশ উদ্ধার করে দক্ষিণ ইয়েমেনের আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা থেকে মাত্র ১২ জন অভিবাসী বেঁচে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তারা মৃত বলেই ধারণা করা হচ্ছে।

আবইয়ান সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

উপকূলের দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বহু লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঊষার আলো-এসএ