UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলে থাকা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নিচ্ছে ফ্রান্স

ঊষার আলো রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান-ইসরাইল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।এই উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরাইলে বসবাস করা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে।

মন্ত্রণালয় দুটি আরও জানিয়েছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।

আল-জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে প্রায় ২,৫০,০০০ ফরাসি নাগরিক বসবাস করছেন।

এদিকে, সোমবার সকালেও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ইয়ালাতের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা ড্রোনটিকে আটক করেছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে তা উল্লেখ করা হয়নি।

সোমবার সকালে ইরান পৃথক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরাইলি দাবির কিছুক্ষণ পরেই এই ড্রোন আটকে দেওয়া হয়।

পরে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় একটি মাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।

ঊষার আলো-এসএ