UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঊষার আলো
জুলাই ৭, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি গড়ায় টাইব্রেকারে। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময়ের খেলা হয়নি।
আজ ৭জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে। ১১ জুলাই ট্রফি জয়ের মহারণে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা।
শুরুর বাঁশি বাজার ৭ মিনিটের মধ্যে কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি কলম্বিয়ার জালে জরিয়ে গোল পাই আর্জেন্টিনা। এগিয়ে যায় ফাইনালের পথে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময়ে লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসেন কলম্বিয়া।
মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে ১ অনন্য রেকর্ডে নাম লেখায় মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেনি।

(ঊষার আলো- এম.এইচ)