UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কল্যাণ পার্টির সঙ্গে বিএনপির সংলাপ বিকেলে

ঊষার আলো
জুন ২, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে কল্যাণ পার্টির প্রতিনিধি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এরপর মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলন ও বুধবার (১ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময় করেন তারা।

ঊষার আলো-এসএ