UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরী গণধর্ষণ মামলায় খুলনায় ৫ জনের মৃত্যুদণ্ড

koushikkln
সেপ্টেম্বর ৭, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর  খালিশপুরের বিহরী ক‌্যা‌ম্প এলাকার এক কিশোরীকে গনধর্ষণের অ‌ভিযোগ প্রমা‌নিত হওয়ায় মামলার ৫ আসা‌মিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আদাল‌ত তাদের ২০ হাজার টাকা করে জ‌রিমানা করেছে । বুধবার (০৭ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ‌দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২জন আসা‌মি আলী আকবর ওরফে হৃদয় ও মেহেদী হাসান ওরফে ইবু আদালতে উপ‌স্থিত ছিলেন। অপর তিন জন আসা‌মি সোহেল, আব্দুল্লাহ, মো. মোহন পলাতক রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন স্পেশাল পি‌পি ফ‌রিদ আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ‌্যা সাড়ে ৭ টার দিকে ওই কিশোরীকে মোঃ মোহন খাবার কিনে দেওয়ার কথা বলে ডেকে নেয়। এরপর মোঃ আলী আকবরের মোটরসাইকেলে তাকে চরেরহাট ভে‌ড়িবাধ কলা বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে উপ‌স্থিত অন‌্যান‌্য আসা‌মিরা এক‌ত্রিত হয়ে কিশোরীকে গনধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে আলী আকবর তাকে ক্যাম্প এলাকায় রেখে যায়। এ সময় কিশোরীকে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে।

এঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে খা‌লিশপুর থানায় মামলা দায়ের করেন নং ১৪। ওই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনকে অ‌ভিযুক্ত করে চার্জশিট দা‌খিল করেন। মামলায় ১২ জন স্বাক্ষ‌্য প্রদান করেন।