UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেসিসি’র লাইসেন্স অফিসার গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রোববার খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব। গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়। মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন রবি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এর আস্তাভাজন হিসেবে পরিচিত ছিলো।

ঊআ-বিএস