UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুরে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ

koushikkln
ফেব্রুয়ারি ১১, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীর ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে বিএনপির উদ্যোগে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে সাবেক এমপি জননেতা নজরুল ইসলাম মঞ্জু প্রদত্ত কম্বল বিতরণ করা হয়।

এইচ এম আবু সালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট ফজলে হালিম লিটন। এসময় উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, সামছুর রহমান, কাজী শফিকুল ইসলাম, আশরাফ হোসেন, আলমগীর হোসেন বাদশা, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, শাহনাজ পারভীন, নুর-এ-আব্দুল্লাহ, বারেক হাওলাদার, সেলিম কাজী, সাঈদ মহিউদ্দিন বাবু, ইসমাইল হোসেন, হ্রদয় হাসেম, জাফর হোসেন, মুজিবুর রহমান বাবুল, ফজলুর রহমান, হানিফ কমান্ডার, আবুল কালাম, টুকু কাজী, গোলাম সরোয়ার, আব্দুল হালিম, মো. সেলিম, শামীম, মো. আলম, বেলায়েত হোসেন, ফজলে কবির, এ বি সিদ্দিকী, শাহীন সিকদার, নুর ইসলাম, সেকেন্দার পাটোয়ারী, আনছার আলী, জাকির, রবিউল, ইতু, হারুন শেখ, জাহাঙ্গীর প্রমুখ।

কম্বল বিতরণের শুরুতে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং সরকারের উদ্দেশ্য বেগম জিয়াকে অতিসত্বর কারামুক্তি দিয়ে দেশে অবাধ ও নিরেপক্ষ ভোটের ব্যবস্থা করার দাবী জানান। বেগম জিয়াকে মাদার অব ডেমোক্রেসি উপাধিতে ভূষিত করায় সভা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।