UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবি উপাচার্যের সাথে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

pial
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর শামসুল আজিজ।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালযের উত্তরোত্তর সমৃদ্ধি ও উপাচার্যের কুশল কামনা করেন। তিনি খুলনা শিপইয়ার্ডের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপাচার্যকে উপহার প্রদান করেন। উপাচার্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রতি শিপইয়ার্ড সফরকালে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন।

উপাচার্যও তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)