UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুমেকের পর জেনারেল হাসপাতালেও হচ্ছে করোনা ইউনিট

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় করোনা পরিস্থিতির অবনতিতে প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিকে সামাল দিতে এবার জেনারেল হাসপাতালকেও করোনা ইউনিট করা হচ্ছে। রবিবার (২০ জুন) অথবা সোমবার (২১ জুন) এ হাসপাতালে করোনা ইউনিটটি চালু করার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৫ জুন) রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘শুক্রবার জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা জেনারেল হাসপাতালকে পুরোটাই করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েই চলেছে, সেজন্য আমরা যত দ্রুত সম্ভব সাধারণ রোগীদের যারা সুস্থ হচ্ছেন তাদের ছাড়পত্র দিচ্ছি। আর যাদের হাসপাতালে রেখে চিকিৎসা প্রয়োজন হবে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করছি। বিষয়টি রোগীর স্বজনদেরকে জানিয়ে দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, যার কারণে প্রাথমিকভাবে ওই শয্যাই করোনা ইউনিট চালু করা হবে।
(ঊষার আলো-এমএনএস)