UsharAlo logo
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা দিঘলিয়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, আলামিন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পেশাগতভাবে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল হোসেন। তিনি জানান, “শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আলামিন তার নিজ বাড়ির আঙিনায় বের হলে, অতর্কিতে তার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক পালিয়ে যায়।”

এসআই জামিল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—আলামিনের বর্তমান স্ত্রীর প্রাক্তন স্বামী মোঃ আসাদুল (৩৮), ঝিনাইদহ থেকে এসে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব স্ত্রীকে আলামিন বিয়ে করায় আসাদুল দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ কারণে পূর্ব পরিকল্পিতভাবে ভোরবেলায় সুযোগ বুঝে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে পুলিশের ধারণা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে আলামিনের মরদেহ উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহের কাজ করছে। এছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামির দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন, এবং আসাদুলকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ঊষার আলো-এসএ