ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও এর অধীন সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলা কার্যালয়ের ৪জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাজার তদারকিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা খুলনা মহানগরীর বয়রা বাজার এলাকায় মেয়াদউত্তীর্ণ ঔষধ ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে তেল বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করে অভিযোগকারীকে আদায়কৃত জরিমানার (২৫%) ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান কলারোয়া উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা এবং বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান সদর উপজেলার ১টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।