UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গত ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০ হাজার ৭০০ কোটি টাকা

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের মধ্যেও ঈদের আগে চলতি মাসের প্রথম ১৫ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দশ হাজার ৭০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলেন, বৈধপথে রেমিট্যান্সে ২ শতাংশ নগদ প্রণোদনার সাথে কয়েকটি ব্যাংক আরও ১ শতাংশ প্রণোদনা দেওয়ায় গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জুলাই মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১২৬ কোটি ৪২ লাখ ডলার দেশে পাঠান। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৫০ কোটি ডলার অতিক্রম করবে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি হারে রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে এসেছে মোট ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯২ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৭৬ লাখ ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৬৪ লাখ ডলার।

(ঊষার আলো-এফএসপি)