UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুনীজন স্মৃতি পরিষদের সপ্তাহব্যাপি শোকসভা

pial
নভেম্বর ১৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক অঙ্গণের প্রাণপুরুষ, মুক্তচিন্তাবিদ, বাংলার শিশুদের বাতিঘর , আঁধার পথের নক্ষত্র, স্বাধীনবাংলার লেখক অধ্যাপক অসিত বরণ ঘোষকে হারিয়ে একটি নক্ষত্র হারালো।

শিক্ষকতা জীবনে তিনি ছাত্রদের সাংস্কৃতিক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নিরলসভাবে কাজ করেছেন । শিশু শিক্ষা বিকাশে নানাবিধ কর্মযজ্ঞের আয়োজন ও উদযাপন করেছেন। তিনি গবেষনাধর্মী বেশকিছু বইয়ের রচয়িতা ও কয়েকটি বিদেশী স্বনামধন্য লেখকের পুস্তকের বংলা ভাষায় অনুবাদ করেন, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি শিশুদের নিয়ে লিখতে ভালবাসতেন। এসব কথা বললেন গুনীজন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অধ্যপক অসিতবরণ ঘোষের স্মরণে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মাছুদ মাহমুদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা প্রমুখ।

সভায় ১৫ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২-৩০ ঘটিকায়, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা। ১৬ অক্টোবর, বুধবার, দুপুর ২-৩০ ঘটিকায়, কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা। ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় খুলনা জিলা স্কুল, খুলনা। ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, দুুপুর ১ ঘটিকায় , খুলনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ,খুলনা। ১৯ অক্টোবর, শনিবার, বিকাল ৪ ঘটিকায়, উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি, খুলনা। ২০ অক্টোবর, রবিবার, দুপুর ২-৩০ ঘটিকায়, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়,খুলনা। ২১ অক্টোবর, সোমবার, সকাল ১০টায়, প্রাথমিক টিচার্স ট্রেনিং সেন্টার,খুলনায় শোকসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে অধ্যাপক অসিতবরণ ঘোষের প্রতি এক মিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবিদন করা হয়।

(ঊষার আলো-এফএসপি)