UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলি করে ও কুপিয়ে ১১ মামলার আসামিকে হত্যা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দুর্বৃত্তের গুলি ও কোপে ১১ মামলার আসামী পঙ্গু রাসেল (২৭) নিহত হয়েছেন। নিহত পঙ্গু রাসেল মহানগরীর শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডস্থ আলকাতরা মিলের পার্শ্বে ১ নং গলির প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে ২টি গুলি করে, এবং দুই পায়ের হাটুর নিচে কুপিয়ে জখম করে।

এসময় তার সাথে থাকা সদর হাসপাতালের পিছনের হুমায়ুন কবিরের ছেলে মোঃ সজিব (২৫) ও  শেরেবাংলা রোড আমতলার মোড়ের মোঃ হান্নান শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিনকে (২৬) ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা পঙ্গু রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পঙ্গু রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। রাত ২টার দিকে পঙ্গু রাসেল মারা যান।