UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় খুলনা জেলা প্রশাসকের পরিদর্শন ও ত্রাণ বিতরণ

ঊষার আলো
মে ২৬, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ (বুধবার) খুলনা জেলার পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১১টি ইউনিয়নের ১৪টি স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শিশু খাদ্য, গো-খাদ্যসহ পাঁচশত সাধারণ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন।পরিদর্শনকালে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)