UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেনিনে তীব্র লড়াইয়ে ১ ইসরাইলি সেনা নিহত

ঊষার আলো
জুন ২৭, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাস ও ইসরাইলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই। এতে বিস্ফোরণে এক ইসরাইলি সেনা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরাইলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৮ হাজার ২০০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৩৭৭ জন।

ঊষার আলো-এসএ