UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ট্রাম্প ফ্যাসিস্ট, দ্বিতীয় প্রজন্মের অপরাধী’

ঊষার আলো ডেস্ক
জুন ২৩, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট ও যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বাস্তব হুমকি হিসেবে বর্ণনা করেছেন আধুনিক আন্তর্জাতিক রাজনীতি ও ইতিহাস বিশারদ মার্কিন অধ্যাপক এভার্ন শোয়্যাপ।

এমনকি ট্রাম্পকে ‘বোকা সুযোগসন্ধানী’ ও ‘শ্বেতাঙ্গ দ্বিতীয় প্রজন্মের অপরাধী’ বলেও অভিহিত করেছেন এভার্ন শোয়্যাপ।বলেছেন, তিনি এমনই একজন অপরাধী যিনি কিনা নিজ দল রিপাবলিকান পার্টির মতাদর্শে বিশ্বাসী, আর এই দলটিই জায়োনিস্ট শাসনব্যবস্থাকে সমর্থন করে।

শোয়্যাপের মতে, ট্রাম্পের নীতিগুলো কাঁচা, অপরিপক্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প যা কিছু সিদ্ধান্ত নেবে, তা ক্ষতিকরই হবে।’ একই সঙ্গে তিনি মার্কিনিদের সতর্ক করে বলেন, ‘চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো আরও বিপজ্জনক হতে পারে, তবে ট্রাম্প তা করবেন না।’এই মার্কিন বিশ্লেষক বলেন, ‘মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা বোঝার মতো মেধা ট্রাম্পের নেই। তাই তার বক্তব্যে ছিল স্ববিরোধিতা ও অস্পষ্টতা।’

ইসরাইল-ইরান চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং এর সম্ভাব্য রাজনৈতিক পরিণতি নিয়ে এভার্ন শোয়্যাপ বলেন, ‘আমরা যুদ্ধের এক কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে আছি। আমরা জানি না, বিশেষত আমরা জানিই না আমেরিকার এই হস্তক্ষেপের প্রকৃতি কী এবং এর দীর্ঘমেয়াদি ফল কী হতে পারে।’

প্রসঙ্গত, পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে টানা পাঁচদফা আলোচনা করে যুক্তরাষ্ট্র। ষষ্ঠ দফার আলোচনায় বসার আগেই গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে যুদ্ধবাজ ইসরাইল।

জবাবে শতশত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলে পালটা হামলা চালায় ইরানও। যাতে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়ে ইসরাইল। এর জেরে মিত্র দেশকে সাহায্য ও ইরানের কোমর ভেঙে দেওয়ার উদ্দেশ্যে শনিবার রাতে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা- ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে বাংকার বাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের এভাবে জড়িয়ে পড়াকেই এ অঞ্চলে বৃহত্তর সংঘাতের জন্য দায়ী করছেন অনেকে।তারই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন মার্কিন বিশ্লেষক এভার্ন শোয়্যাপও।

ঊষার আলো-এসএ