UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ান ইস্যুতে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

pial
আগস্ট ৪, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এই ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়াতে পারে ও এই অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে ও একই সাথে জাতিসংঘের সনদ অনুযায়ী এবং আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানায়।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

(ঊষার আলো-এফএসপি)