UsharAlo logo
শনিবার, ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি এখন তারকা হয়ে গেছেন। তিনি বেশ সুন্দরীও বটে। ওর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওর ঠোঁট দুটো! যেন মেশিনগানের মতো নড়াচড়া করে!আসলে তিনি একজন মহান ব্যক্তি।’

গত ১ আগস্ট প্রচারিত ওই কথোপকথনে ট্রাম্প এসব কথা বলেন।

সম্প্রতি ৭৯ বছর বয়সি এই মার্কিন নেতাকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যারোলিন লেভিট। এর একদিন পরই তার সম্পর্কে ওই মন্তব্য করেন ট্রাম্প।

লেভিট জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছেন।

গত ৩১ জুলাই হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে লিভিট বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এখন থাইল্যান্ড ও কম্বোডিয়া, ইসরাইল ও ইরান, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাতের অবসান ঘটিয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতার শেষ ছয় মাসে প্রতি মাসে প্রায় একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন বলে দাবি করেন লেভিট।তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক আগেই নোবেল শান্তি পুরষ্কার দেওয়া উচিত ছিল।’

১৯৯৭ সালের ২৪শে আগস্ট নিউ হ্যাম্পশায়ারের অ্যাটকিনসনে জন্মগ্রহণকারী ক্যারোলিন ক্লেয়ার লেভিট দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে ৩৬তম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। আইসক্রিম স্ট্যান্ড এবং ট্রাক ডিলারশিপ ব্যবহার করা পরিবার থেকে আসা ক্যারোলিন লেভিট ছিলেন বব এবং এরিন লেভিটের চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান।

২০১৪ এবং ২০১৫ সালে ঈগল-ট্রিবিউন অল-স্টার হিসেবে স্বীকৃত এই সফটবল প্রেমী সেন্ট্রাল ক্যাথলিক হাই স্কুলে পড়াশোনা করেছেন। মার্কিন ইতিহাসে এই পদে অধিষ্ঠিত সবচেয়ে কম বয়সি ব্যক্তি, সেন্ট অ্যানসেলম কলেজে রাজনীতি এবং যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন।

হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্সে লেখক হিসেবে ইন্টার্নশিপ করার পর, তাকে একটি পূর্ণকালীন চাকরির প্রস্তাব দেয়া হয়েছিল যেখানে তিনি প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠির উত্তর দিতেন। ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণের কয়েকদিন আগে, ২০২৫ সালের জানুয়ারিতে ৫৯ বছর বয়সি নিকোলাস রিকিওকে বিয়ে করেন তিনি।

ঊষার আলো-এসএ