UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি 
এপ্রিল ২৪, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দেশজুড়ে বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন।আর এই তীব্র তাপদাহে চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে।
মানবিক কর্মকান্ডের জন্য সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে সুপেয় পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান পৌরসভার সম্মুখস্থ সড়কে আয়োজিত অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। এ সময় পৌর কাউন্সিলরগণ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন শেষে শত শত পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।