UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদকের নতুন চেয়ারম্যান পদে মঈনউদ্দীন আবদুল্লাহ

ঊষার আলো
মার্চ ৩, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকার কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে । মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের নতুন চেয়ারম্যান করে বুধবার (৩ মার্চ) আদেশ জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ হতে। একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের নতুন কমিশনার করা হয়েছে।

দুদক চেয়ারম্যান পদে মঈনউদ্দীন আবদুল্লাহ ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন ।

আইন অনুযায়ী, ৩জন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ ৫ বছর করে থাকে। তাদের মধ্য হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। দুদকের বর্তমানের চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হতে যাচ্ছে। ওই একই দিনে কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদও শেষ হচ্ছে।

তার আগে ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং একজন কমিশনার নিয়োগে সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। ৫ সদস্যের সেই কমিটির সভাপতি ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

(ঊষার আলো-এফএসপি)