UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪০

ঊষার আলো
মার্চ ৬, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন আরও ৫৪০ জন।
শনিবার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি সূত্র জানায়, দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ৮ হাজার ৪৫১ জনে দাঁড়ালো। নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে । এদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২২ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হন পাঁচ লাখ এক হাজার ৯৬৬ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের ১ম সংক্রমণ ধরা পড়েছিল। সেই অনুয়ায়ী আজ দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬৪তম দিন।

 

 

ঊষার আলো-আরএম)