UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রেমিককে যা শর্ত দিলেন অনন্যা

ঊষার আলো
নভেম্বর ২৮, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমসম্পর্ক ছিন্ন হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এ বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর। এর পর নাকি ভেঙে পড়েন চাঙ্কিকন্যা। প্রায়ই বিষণ্ণ থাকতেন এবং কান্নাকাটিও করতেন তিনি। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন— এই প্রথম নয়; ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অনন্যা। সেবারও মন ভাঙে তার।

প্রতিবারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন অনন্যা। এবার শোনা যাচ্ছে— আম্বানিদের বেতনভুক্ত কর্মচারী ও সাবেক সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু বাকি দুবারের মতো আর আপস করবেন না তিনি। এবার প্রেমিকের জন্য বেঁধে দেবেন শর্ত বলে জানান অনন্যা পান্ডে।

গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন, তেমনটাই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজেকে অনেকটা বদলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।

অনন্যা বলেন, সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়।

কিন্তু এবার আর তেমনটি করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর আপস করবেন না; বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে।

বয়স বেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায়— আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবল শুনলেই হবে।

ঊষার আলো-এসএ