UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাগরিক নেতা এড. ফিরোজ আহমেদের মৃত্যুবার্ষিকী আজ, কর্মসূচি গ্রহণ

koushikkln
মার্চ ৯, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার গণমানুষের নেতা, বীরমুক্তিযোদ্ধা কমরেড অ্যাডঃ ফিরোজ আহমেদের ৮ম মৃত্যবার্ষিকী আজ বুধবার ৯ মার্চ।দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগ স্মরণসভা বুধবার বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনের ৪নং হলরুমে, সিপিবি’র উদ্যোগে স্মরণসভা একই দিন বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে এবং খুলনা নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে ১১মার্চ বিকেল সাড়ে ৪টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিপিবি নেতা এড. বাবুল হাওলাদার।
উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে যান।