UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে শেখ হাসিনা

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবং উচ্চ পর্যায়ের আলোচনায় যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ১০টায় ওয়াশিংটন পৌঁছান।

এরআগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

(ঊষার আলো-আরএম)