UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীল সমুদ্রে ভালোবাসার মানুষদের সঙ্গে রোনালদোর পরিবার

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পতুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন অবসর সময় কাটাচ্ছে। সময় পেয়েই রোনালদো চলে গেছেন নীল সমুদ্রের মাঝে। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং ৪ সন্তান রয়েছেন।
রবিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা যায়, লাক্সারি ইয়টের ডেকে রোদ পোহাচ্ছে রোনালদো পরিবার। ছবির ক্যাপশনে লিখেছে, ‘ভালোবাসার মানুষদের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময়’। সমুদ্রে ছুটি কাটানো নতুন নয় রোনালদোর জন্য। অতীতে কখনো স্পেনের ইবিজা, কখনো নিজের দেশ পর্তুগালের মাদেইরা সমুদ্র সৈকতে তার ছুটি কাটানোর ছবি দেখা যায়।
বেলজিয়ামের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় নেই পর্তুগাল। ফুটবলপ্রেমীদের মনে গেঁথে রয়েছে রোনালদোর শেষ ইউরো কাপের বিদায় পর্ব। ৫ গোল করা রোনালদোই এখন পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ গোলগাতা। আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের ইউরোর মঞ্চ থেকে বিদায় আরও রঙিন হতে পারত। তবু আক্ষেপ নেই পর্তুগিজ কিংবদন্তির। ফুটবলে ভাগ্য একটা বড় ফ্যাক্টর জানেন তিনি। তাই যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না তিনি।

(ঊষার আলো- এম.এইচ)