UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ২ দিনব্যাপী গ্রামীণ উৎসব পালিত

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নের চাকই গ্রামে ২ দিনব্যাপী গ্রামীণ উৎসব হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গ্রামীণ উৎসবের শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস।

প্রধান বক্তা ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের পৃষ্ঠপোষকতায় গত সোমবার (১৬ জানুয়ারি) এ উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞ জিপি এড. অচিন কুমার চক্রবর্তী।

উৎসবের প্রথম দিন চাকই গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন নানা ধরনের গ্রামীণ পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তৃতা করেন। এ সময় সাংবাদিক রাসেল, যুবলীগ নেতা সোহেল, শিক্ষক আজিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।